সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ১১১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

করোনাভাইরাসের প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন আরও দুজন। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া দুজন সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৪৪৭ জন। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪ হাজার ২১০ জনের। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন করে সংক্রমিত ১১১ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ১৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৮৯, হবিগঞ্জে ২ হাজার ৫৮২, মৌলভীবাজারে ২ হাজার ৭২২ জনের করোনা শনাক্ত হলো। এখন পর্যন্ত করোনা থেকে বিভাগে সুস্থ হয়েছেন ২২ হাজার ৬৬৪ জন।
করোনায় দুজনের মৃত্যু ও ১১১ জন নতুন করে শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় বিধিনিষেধ মেনে চলা জরুরি। বারবার সাবান–পানি দিয়ে হাত ধোয়া ও ঘর থেকে বের হলে মাস্ক পরার তাগিদ দেন তিনি।