সীতাকুণ্ড থেকে চুরি হওয়া সোনাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার চন্দন বণিক। আজ সকালে সীতাকুণ্ড থানায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডে চুরি হওয়া সোনাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে সীতাকুণ্ড থানা-পুলিশ সন্দ্বীপের হারামিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। আজ শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম চন্দন বণিক (৪৫)। তিনি সন্দ্বীপ পৌরসভা খাদ্য গুদাম সড়ক এলাকার কেবি জুয়েলার্সের মালিক। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫ ভরি ১০ আনা সোনা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের মহানগর বাজার এলাকার সুজন চন্দ্র দের সোনার দোকান থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা চুরি হয়। ঘটনার পর সুজন চন্দ্র দে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সীতাকুণ্ড থানায় একটি চুরির মামলা করেন।

ওই মামলায় ১২ জানুয়ারি সন্দ্বীপ থেকে মো. রুবেল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পরদিন রুবেল আদালতে চুরির বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রুবেল আদালতে বলেন, ওই দোকানের সোনা চুরির পর তিনি চন্দন বণিকের দোকানে তা বিক্রি করেছেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, ওই চুরির ঘটনায় রুবেল ছাড়াও আরও চারজন জড়িত ছিলেন। রুবেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী তাঁরা চন্দন বণিকের দোকানে অভিযান চালান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চন্দন বণিক চোরাই স্বর্ণালংকার কেনার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।