সুন্দরবন থেকে হরিণের মাংস ও চামড়া উদ্ধার

জব্দ করা হরিণের মাংস
ছবি: সংগৃহীত

সুন্দরবনের নীলবাড়িয়া খাল থেকে হরিণের মাংস, চামড়াসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বন বিভাগ। আজ সোমবার সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলার নীলবাড়িয়া খাল থেকে বন বিভাগের স্মার্ট প্যাট্রলিং দলের সদস্যরা এসব উদ্ধার করেন।

বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, ইঞ্জিনচালিত নৌকাটি থেকে একটি হরিণের চামড়া, আট কেজি হরিণের মাংস ও দুই শতাধিক মাছ ধরার বড়শি উদ্ধার করা হয়েছে। তবে হরিণ শিকারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

দুবলা বন টহল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট প্যাট্রলিং টিম-২–এর সদস্যরা আজ সকালে দুবলার চরের নীলবাড়ীয়া খালে টহল দেওয়ার সময় একটি চলন্ত ইঞ্জিনচালিত নৌকা দেখতে পান। সন্দেহ হলে বনরক্ষীরা নৌকাটি থামতে বললে নৌকায় থাকা লোকজন নৌকা ফেলে পালিয়ে যান। পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি হরিণের চামড়া, আট কেজি মাংস ও দুই শতাধিক মাছ ধরার বড়শি উদ্ধার করা হয়। জব্দ করা নৌকা দুবলা ফরেস্ট অফিসে রাখা হয়েছে এবং মাংস কেরোসিন দিয়ে বনে মাটিচাপা দেওয়া হয়েছে।