সুপারিশ ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার রাতে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে
ছবি: প্রথম আলো

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নীতিমালা অনুযায়ী, কোনো ধরনের সুপারিশ ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। আর যারা নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ হবে, তারা কোনোভাবেই এমপিওভুক্ত হবে না।

সোমবার রাতে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে পরিদর্শন শেষে এক সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ মন্তব্য করেন।

প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘গত বছর আমি পত্রিকায় পড়েছি এখানকার ৪০ জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে। আমি তোমাদের কথা শুনতে চাই। আমি আলাদাভাবে আবার আসব। তোমাদের সঙ্গে কথা বলব।’ তিনি আরও বলেন, ‘তোমরা মানবিকতা, সততা দিয়ে উঁচুমানের মানুষ হও। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাঁর আদর্শ অনুসরণ করে তোমরা বিশ্ব নাগরিক হবে।’

করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান প্রমুখ।