সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সঙ্গে সিলেটের মিল রয়েছে: তুরস্কের রাষ্ট্রদূত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানসহ অন্যরা। আজ শনিবার বেলা ১১টায়
ছবি: প্রথম আলো

সিলেটের সঙ্গে টার্কিশ এয়ারলাইনসের সরাসরি বিমান চলাচল, মেডিকেল ট্যুরিজম বৃদ্ধি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সঙ্গে তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতা চুক্তি সম্পাদনের বিষয়ে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

আজ শনিবার বেলা ১১টায় শাবিপ্রবির একটি প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তুরস্কের রাষ্ট্রদূত এসব আশ্বাস দেন।

এ সময় মোস্তফা ওসমান তুরান বলেন, ‘সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সঙ্গে সিলেটের মিল রয়েছে। সামনের দিনগুলোতে আমরা শিক্ষা ও গবেষণায় একসঙ্গে কাজ করব। দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইন প্রফেশনাল কর্মশালার জন্য একত্রে কাজ করব।’

শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এ বছর আমরা প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। এ ছাড়া প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম, দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য দেশসেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছি।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মুশতাক আহমেদ, অধ্যাপক মো. খায়রুল ইসলাম, অধ্যাপক এস এম আবু সায়েম, অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রক্টর মো. আলমগীর কবীর, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ।