সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতুতে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আবু শাহা (৪৫)। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের উত্তর বালাবাড়ী এলাকার মো.আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ব্যক্তিগত কাজ শেষে ভজনপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন আবু শাহা। ভেরসা সেতু এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন। পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা-পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু শাহাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।