সড়কে নিহত রাবির ছাত্র হিমেল স্মরণে দোয়া

সড়কে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের আত্মার মাগফিরাত কামনায় শনিবার দোয়া অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল কর্তৃপক্ষের আয়োজনে হল মসজিদে এ দোয়া মোনাজাত হয়।

এ দোয়া মোনাজাতে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘হিমেলের নির্মম মৃত্যুর ঘটনায় আমি সমবেদনা জ্ঞাপন করছি। এ ঘটনা মেনে নেওয়া অনেক কঠিন। এমন নির্মমভাবে কেউ আর মৃত্যুবরণ না করুক। আমরা সবাই নামাজ পড়ে হিমেলের জন্য দোয়া করব। ওর জন্য রোজা রাখার চেষ্টা করব।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা হিমেলের মায়ের ভরণপোষণের সার্বিক দায়িত্ব নিয়েছি। হিমেলকে ঘিরে আরও অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে, আর কিছু কিছু বাকি আছে। আশা করি শিগগিরই এগুলো বাস্তবায়িত হবে।’

এ দোয়া মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য ও প্রগতিশীল শিক্ষক সমাজের নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদ এই মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপাচার্য দুর্ঘটনায় আহত রায়হান প্রামাণিক রিমেলকে দেখতে মীর আবদুল কাইয়ূম ডরমিটরিতে যান।

১ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে রাবির হবিবুর রহমান হলসংলগ্ন রাস্তায় ভবন নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মাহমুদ হাবীব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।