হবিগঞ্জের সাংসদ আবু জাহিরের করোনা শনাক্ত

মো. আবু জাহির

হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মো. মুখলেছুর রহমান আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সাংসদ মো. আবু জাহির অসুস্থ বোধ করলে গত রোববার তাঁর নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে গত সোমবার রাতে প্রতিবেদন আসে সাংসদ আবু জাহির করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি হবিগঞ্জ শহরে তাঁর বাসায় আইসোলেশনে আছেন।

ডেপুটি সিভিল সার্জন মো. মুখলেছুর রহমান জানান, সাংসদ আবু জাহির আইসোলেশন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। মঙ্গলবার পর্যন্ত হবিগঞ্জে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১ হাজার ৮০৫ জনের। তাঁর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৬ জন। জেলায় এ পর্যন্ত করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।