হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা
সামনে কয়েকটি মোটরসাইকেলে কর্মী-সমর্থকেরা। পেছনে হাতির পিঠে বসা চেয়ারম্যান প্রার্থী। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে এক চেয়ারম্যান প্রার্থী আজ রোববার এভাবেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
ওই চেয়ারম্যান প্রার্থীর নাম শাহীন আহমদ। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। শাহীন আহমদ সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জুড়ী উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহীন আহমদসহ মোট ২২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১১ নভেম্বর এসব ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সাগরনাল ইউপির নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির নেতা শাহীন আহমদ মনোনয়নপত্র জমা দিতে বেলা তিনটার দিকে নিজেদের পোষা হাতির পিঠে চড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে কর্মী–সমর্থকেরাও ছিলেন। এ দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে উৎসুক লোকজনের ভিড় জমে যায়। এ সময় শাহীন হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।
শাহীন আহমদ মুঠোফোনে বলেন, দল নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কর্মী-সমর্থকদের চাপে তাঁকে অংশ নিতে হচ্ছে। ব্যতিক্রমী কিছু দেখানোর উদ্দেশ্যেই হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা নেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে জায়ফরনগরে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মাছুম রেজা, আওয়ামী লীগের প্রার্থী জায়েদ আনোয়ার চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী সোহেল আহমদ; পশ্চিম জুড়ীতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন, মঈন উদ্দিনের ছেলে মামুনুর রশীদ, স্বতন্ত্র প্রার্থী আনফর আলী ও হেলাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া পূর্ব জুড়ীতে বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদির, স্বতন্ত্র প্রার্থী রুহেল উদ্দিন ও জাবের উদ্দিন; সাগরনাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের প্রার্থী আবদুর নূর ও স্বতন্ত্র প্রার্থী শাহীন আহমদ এবং গোয়ালবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রাথী ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী মোশতাক খান, আবদুল কাইয়ুম, সবুজ মিয়া, ওয়াসির উদ্দিন আহমদ ও সোহেল আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাঁচ ইউনিয়নে ২২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ২০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর।