হাসপাতালের শৌচাগার উপচে মেঝেতে পানি

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিচতলার মেঝে শৌচাগার উপচানো নোংরা পানিতে সয়লাব হয়ে গেছে। আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনেরা।

বুধবার দুপুরের পর থেকে করোনা ইউনিটের নিচতলার শৌচাগারগুলো থেকে পানি উপচে এই অবস্থার সৃষ্টি  হয়।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর স্বজন জুয়েল মাহমুদ বলেন, বেলা তিনটার পরপরই ইউনিটের নিচতলা দুর্গন্ধযুক্ত পানিতে ভরে যায়। দেখা গেছে, শৌচাগার উপচানো ময়লাসহ পানি মেঝেতে গড়িয়ে আসছে।

সুমন কর্মকার নামের রোগীর অপর এক স্বজন বলেন, ‘শৌচাগার থেকে উপচে পড়া পানির সঙ্গে মলমূত্রও বেরিয়ে এসেছে। নিচতলা ভরে গেছে। ওপরতলার নার্স-চিকিৎসকদের জানিয়েছি। সন্ধ্যা পর্যন্ত এগুলো পরিষ্কার করতে কেউ আসেনি। কী যে দুর্ভোগ, বলে বোঝানো যাবে না।’

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম রাত সাড়ে ৯টায় প্রথম আলোকে বলেন, কে বা কারা নিচতলার শৌচাগারের প্যানের ভেতরে স্টিলের গ্লাস ফেলে রেখেছিল। ফলে পানি বের হতে না পারায় তা গড়িয়ে মেঝেতে চলে আসে। পরে অনেক সময় অনুসন্ধানের পর বিষয়টি ধরা পড়ে। এরপর ঠিক করা হয়েছে। এখন আর সমস্যা নেই।

এই হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে তিন শতাধিক রোগী চিকিৎসাধীন।