১০ দিন পর যমুনা সার কারখানার উৎপাদন শুরু

যমুনা সার কারখানার মূল ফটক
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় ১০ দিন পর আজ মঙ্গলবার ভোর থেকে উৎপাদন শুরু হয়েছে।

যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, দানাদার ইউরিয়া উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মেরামত শেষে তিতাস গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় ১০ দিন পর আজ ভোরে কারখানার উৎপাদন শুরু করা হয়েছে।

২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) ৩০ জুনের মধ্যে কারখানায় ৩ লাখ ৩০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। কারখানায় এ পর্যন্ত উৎপাদন হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫০০ টন সার। সার মজুত রয়েছে ৩৬ হাজার টন।

কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় ১০ দিন পর আবার উৎপাদন শুরু করা হয়েছে।