১৬০ ইউপি ও ৯ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

সারা দেশের ৯টি পৌরসভা ও ৬টি জেলার ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ সোমবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটের খবর পাওয়া গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সব কটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হচ্ছে। এই পৌরসভাগুলো হলো ফরিদপুরের ভাঙ্গা, পঞ্চগড়ের দেবীগঞ্জ, কুমিল্লার নাঙ্গলকোট, যশোরের নওয়াপাড়া, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী, কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া।

ভোটের প্রস্তুতি নিয়ে গতকাল রোববার ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বলেছিলেন, সুষ্ঠুভাবে ভোটের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরা একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পরিবেশ সুন্দর রাখতে রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে।