৬ দিন বয়সী সন্তান বাসায় রেখে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন নারী

ছয় দিন বয়সী শিশুকন্যা সাবিহা তাসনিমকে রেখে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন পারভীন আক্তার। মা হারা শিশুটিকে কোলে নিয়ে আহাজারি করছেন স্বজনরা
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার উত্তর তালবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীন আক্তার (৩২) উপজেলার মিরসরাই পৌরসভার ৮ নম্বর উত্তর তারকাটিয়া ওয়ার্ডের মো. মহিউদ্দিনের স্ত্রী।

নিহত পারভীনের বড় বোন রিজিয়া বেগম জানান, চার মাস আগে থেকে পারভীন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ছয় দিন আগে একটি কন্যাশিশুর জন্ম দিয়েছেন তিনি। রোববার ভোররাতে সাহ্‌রি শেষে সবাই গল্প করছিলেন। এ সময় সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন পারভীন। অনেক খোঁজাখুঁজির পর সকাল সাড়ে আটটার দিকে উত্তর তালবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে তাঁর লাশ পাওয়া যায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, মিরসরাই উপজেলার উত্তর তালবাড়িয়া এলাকায় রেললাইনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যুর বিষয়টি জেনেছেন তাঁরা। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।