বার কাউন্সিল পরীক্ষার ফি ৩০০ টাকা করার দাবি রাবির আইন অনুষদের শিক্ষার্থীদের

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একদল শিক্ষার্থী। আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটেছবি: প্রথম আলো

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষার আবেদন ফি ৪ হাজার ২০ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ ৩০০ টাকা করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একদল শিক্ষার্থী। ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত না নিলে সারা দেশের আইনের শিক্ষার্থীরা চলমান সার্কুলার প্রত্যাখ্যান করে একযোগে কর্মসূচি পালন করবে জানিয়ে হুঁশিয়ারি দেন তাঁরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান। তিনি বলেন, ‘বাংলাদেশ বার কাউন্সিলের সম্প্রতি ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২০ টাকা, যা দেশের তরুণ আইন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অযৌক্তিক ও অসহনীয়। এই উচ্চ ফি অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে বহন করা অসম্ভব, বিশেষ করে যাঁরা গ্রামাঞ্চল বা নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভবিষ্যৎ আইনজীবী।’

কামরুল হাসান আরও বলেন, ‘দেশের অন্য পাবলিক পরীক্ষা যেমন বিসিএস, ব্যাংক নিয়োগ ইত্যাদি সব ক্ষেত্রেই আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও আবেদন ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৪ হাজার ২০ টাকা নির্ধারণ করে একধরনের বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

দাবি আদায় না হলে চলমান সার্কুলার প্রত্যাখ্যানের হুঁশিয়ারি দিয়ে কামরুল হাসান বলেন, ‘এ দাবি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত নয়। এটি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার আন্দোলন, যেখানে দেশের আইন অনুষদের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের পূর্ণ সমর্থন আছে। আমরা বার কাউন্সিল কর্তৃপক্ষকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দাবি আদায় না হলে সারা দেশের আইন শিক্ষার্থীরা একযোগে চলমান সার্কুলার প্রত্যাখ্যান করে মানববন্ধন কর্মসূচি পালন করবে।’