মেহেরপুরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মেহেরপুরের মুজিবনগর উপজেলার এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার তারানগর গ্রামে এ ঘটনা ঘটে। মুজিবনগর উপজেলায় মাদকের ব্যবসার দখল নিতেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।
নিহত ব্যক্তির নাম আলম হোসেন (৪০)। তিনি তারানগর গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাঁর নামে মুজিবনগর থানায় একাধিক মাদকের মামলা আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ২টার দিকে তারানগর গ্রামের আলম হোসেনের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করে। তাঁকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত আলম হোসেনের নামে থানায় একাধিক মামলা আছে।