টাঙ্গাইলে ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনের দরজায় অগ্নিসংযোগ

টাঙ্গাইল পৌর এলাকার কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনের দরজায় আগুন দেয় দুর্বৃত্তরা। আজ শনিবার সকালেছবি: সংগৃহীত

টাঙ্গাইল শহরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দুটি দরজায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ছয়টার দিকে টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত।

আগুনে ভবনটির একটি দরজা পুরোপুরি এবং অপর একটি দরজা আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম। তিনি প্রথম আলোকে বলেন, আজ সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিসংযোগের খবর দেন। বিদ্যালয়ে এসে দেখেন, পরিত্যক্ত ভবনের দুটি দরজায় অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি উল্লেখ করে প্রধান শিক্ষক আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা অগ্নিসংযোগ করেছে, তা এখনো জানা যায়নি।