বৃদ্ধার ওপর হামলা, ৯৯৯ নম্বরে কল পেয়ে হাসপাতালে নিল পুলিশ

নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর সেনবাগ উপজেলায় তুচ্ছ ঘটনায় আম্বিয়া আক্তার (৭০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে আহত এবং তাঁর বসতঘর ভাঙচুর করা হয়। এরপর ওই বৃদ্ধাকে হাসপাতালে নেওয়ার সময় বাধা দেন হামলাকারীরা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের চাঁন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলায় আহত নারী আম্বিয়া আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর বসতঘরের পাশে লাগানো একটি কাঁঠালগাছ থেকে তিনি শুক্রবার সকালে একটি কাঁঠাল পাড়েন। এ সময় একই বাড়ির মুকবুল আহম্মেদ ও তাঁর পরিবারের সদস্যরা কাঁঠালগাছটি তাঁদের দাবি করেন এবং তাঁকে পিটিয়ে জখম করেন। তাঁর বসতঘর ভাঙচুর ও মালামাল তছনছ করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে বাধা দেন হামলাকারীরা। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ এসে তাঁকে হাসপাতালে নেয়।

হামলার অভিযোগ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মকবুল আহম্মেদের মুঠোফোনে নম্বরে একাধিকবার চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।

সেনবাগ থানায় উপপরিদর্শক সবুজ চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ৯৯৯ নম্বর থেকে থানায় জানানোর পর সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।