ঢাকায় ডেঙ্গুতে সাংবাদিকের মৃত্যু

এরশাদ হোসেন
ছবি: সংগৃহীত

ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এরশাদ হোসেন (৪০) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এশিয়ান টেলিভিশনের মিরপুর সংবাদদাতা হিসেবে কাজ করতেন তিনি। তাঁর বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার জ্বরে আক্রান্ত হন এরশাদ হোসেন। বুধবার তাঁর ডেঙ্গু ধরা পড়ে। ওই দিন প্রথমে তাঁকে ঢাকার একটি সরকারি হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সোয়া পাঁচটায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এরশাদের মামা কুতুবউদ্দিন জানান, স্ত্রী ও আড়াই বছরের এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন এরশাদ। আজ জুমার নামাজের পর মাগুরার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।