পরিবেশ ঠিক রেখেই সবকিছু করতে হবে: সিরাজগঞ্জে উপদেষ্টা রিজওয়ানা হাসান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের স্থান পরিদর্শনে এসে সভায় বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুরেছবি: প্রথম আলো

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সঠিক সময়ে সঠিক কাজটা যাতে করতে পারি, সেটাই চেষ্টা করছি। আপনারা জানেন, স্থান–কাল–পাত্র বিবেচনায় সবকিছুর সিদ্ধান্ত নিতে হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি যৌক্তিক, এতে কোনো দ্বিমত নেই। এ জন্য ইতিমধ্যে এ ক্যাম্পাস নির্মাণের জন্য একনেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।’

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের স্থান পরিদর্শনে এসে এ কথা বলেন রিজওয়ানা হাসান।

সংক্ষিপ্ত সভায় দেওয়া বক্তব্যে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এই জায়গা দেখার জন্যই মূলত এখানে আসা। চলনবিল ও বড়াল নদী সম্পর্কে আমরা আগে থেকেই অবগত। এগুলোর পরিবেশ ঠিক রেখেই সবকিছু করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জ জেলা তাঁতের শাড়ি উৎপাদন, যমুনা নদী, গোচারণভূমি ও বিখ্যাত মিষ্টির জন্য পরিচিত। আগামী দিনে যাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কারণে চিনতে পারে, আমরা সে ব্যবস্থাই করছি।’

আজ বেলা সোয়া ১১টার দিকে উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩–এ উপস্থিত হন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ওপর একটি ভিডিও চিত্র দেখেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সেখানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্যসচিব কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম হাসান তালুকদার, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।