গাজীপুরে কারখানায় ভাঙচুর ও আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

মামলাপ্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার একটি কারখানায় গুজব ছড়িয়ে হামলা, ভাঙচুর ও যানবাহনের অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩৫০-৪০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ওই কারখানার নাম প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড। গতকাল সোমবার রাতে প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা আবদুর রব বাদী হায়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিরা হলেন তুহিন বাবু (২৫), আকতার হোসেন (৩৩), আসাদুল হক (২৬), সাগর প্রধান (২৩), রাসেল (২৩), শাহাদাত হোসেন (১৯)।

আরও পড়ুন

মামলার এজাহারে বলা হয়েছে, প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানায় গতকাল সকাল ৮টার দিকে গুজব ছড়ান অভিযুক্ত শ্রমিকেরা। তাঁরা কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা শুরু করেন। একপর্যায়ে আশপাশের বিভিন্ন গার্মেন্টসের অজ্ঞাতপরিচয় আসামিদের যোগসাজশে কারখানায় অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। তাঁরা কারখানার নিচতলা থেকে ৭ম তলা পর্যন্ত বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। ভেতরের কয়েকটি কক্ষ ও পার্কিংয়ে থাকা ২টি কাভার্ড ভ্যান, ২টি প্রাইভেট কার ও ৯টি মোটরসাইকেল ভাঙচুর করে সেগুলোতে আগুন দেওয়া হয়।

ওই মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান গাজীপুর মহানগরীর বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।