খুলনায় খালিশপুর থানার ৯টি ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

বিএনপি

খুলনা নগরের খালিশপুর থানার আওতাধীন নয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম (মনা) ও সদস্যসচিব শফিকুল আলম (তুহিন) গতকাল মঙ্গলবার রাতে এসব কমিটির অনুমোদন দেন।

কমিটি অনুমোদনের চিঠি থেকে দেখা যায়, খালিশপুর থানার আওতাধীন নগরের ৭ থেকে ১৫ নম্বর ওয়ার্ডগুলোয় প্রতিটি কমিটি করা হয়েছে ৩১ সদস্যবিশিষ্ট।

বিএনপি সূত্রে জানা গেছে, এর আগে খুলনা নগরের সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানার আওতাধীন ২২টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। সম্প্রতি ওই চার থানায় কর্মী সম্মেলনের মাধ্যমে থানা আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। খালিশপুর থানার ওয়ার্ডগুলোয় আহ্বায়ক কমিটি না থাকায় থানা কমিটি গঠন করা সম্ভব হয়নি।

চিঠি থেকে দেখা গেছে, ৭ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক রিয়াজ শাহেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক মো. লিটন খান এবং ১ নম্বর সদস্য করা হয়েছে কাজী আবদুল লতিফকে। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মাদ হোসেন হাওলাদার, প্রথম যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল এবং ১ নম্বর সদস্য করা হয়েছে বিপ্লবুর রহমানকে। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শেখ মাসুদ হোসেন, প্রথম যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী এবং ১ নম্বর সদস্য করা হয়েছে শেখ জাহিদুল ইসলামকে।

শিগগিরই খালিশপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্ব নির্বাচন করা হবে। ওয়ার্ডগুলোর আহ্বায়ক কমিটির সদস্যরা সরাসরি গোপন ব্যালটে ভোটের মাধ্যমে থানা কমিটির নেতৃত্ব নির্বাচন করবেন।

১০ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান উল্লাহ, প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হিল্টন এবং ১ নম্বর সদস্য করা হয়েছে আরিফ ইমতিয়াজ খানকে। ১১ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক শেখ জাহাঙ্গীর হোসেন, প্রথম যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন এবং ১ নম্বর সদস্য করা হয়েছে আবুল কালামকে। ১২ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, প্রথম যুগ্ম আহ্বায়ক মো. খোদাবক্স কোরাইশী এবং ১ নম্বর সদস্য করা হয়েছে নুরুজ্জামান নিশাতকে। ১৩ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক শেখ শাহিনুল ইসলাম, প্রথম যুগ্ম আহ্বায়ক আফরোজা জামান এবং ১ নম্বর সদস্য করা হয়েছে আবদুল হালিম হাওলাদারকে। ১৪ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক জহর মীর, প্রথম যুগ্ম আহ্বায়ক শেখ মো. ইকরামুল কবির এবং ১ নম্বর সদস্য করা হয়েছে শেখ সাদীকে। ১৫ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমান বিশ্বাস, প্রথম যুগ্ম আহ্বায়ক শেখ গোলাম সারোয়ার এবং ১ নম্বর সদস্য করা হয়েছে স ম আবদুর রহমানকে।

খুলনা নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নগর বিএনপির গণমাধ্যম শাখার সদস্যসচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, খালিশপুর থানার ওয়ার্ডগুলোর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই খালিশপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্ব নির্বাচন করা হবে। ওয়ার্ডগুলোর আহ্বায়ক কমিটির সদস্যরা সরাসরি গোপন ব্যালটে ভোটের মাধ্যমে থানা কমিটির নেতৃত্ব নির্বাচন করবেন।