বক্তব্যে মো. মাহবুব আলী বলেন, ‘কুয়াকাটায় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরাও বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তা নিয়ে কাজ করছি। আশা করি কুয়াকাটাতেও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।’
পদ্মা সেতু চালুর কারণে পর্যটকেরা ব্যাপকভাবে কুয়াকাটায় ভ্রমণে আসছেন জানিয়ে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের মতো কুয়াকাটায় পর্যটক বাড়ছে। মানুষের আগমন সামনের দিনগুলোতে আরও বাড়বে। এ জন্য কুয়াকাটায় সুযোগ-সুবিধার দ্বার অবারিত করা হবে।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক এমজিআর নাসির উদ্দিন মজুমদার, ট্যুর অপারেটর অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি শিবলুল আজম কোরাইশী, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর প্রমুখ।