৮ মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু, যাত্রীরা উচ্ছ্বসিত
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কারণে আট মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ ভোর পাঁচটায় কমলাপুর থেকে ছেড়ে ট্রেনটি সকাল পৌনে ছয়টার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে পৌঁছায়। নারায়ণগঞ্জ থেকে সকাল ৬টা ৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে মেইল ট্রেনের পরিবর্তে কমিউটার ট্রেন চালু হওয়ায় ভাড়া ৫ টাকা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে আবার ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। পুরাতন লাইনে প্রতিদিন ছয়টি বগি নিয়ে আট জোড়া ট্রেন চলাচল করবে। ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা। এই লাইনে আগে মেইল ট্রেনে যাত্রীপ্রতি ভাড়া ছিল ১৫ টাকা। এখন থেকে কমিউটার ট্রেন চালু হওয়ায় যাত্রীপ্রতি ভাড়া ২০ টাকা করা হয়েছে।
গত বছরের ৪ ডিসেম্বর পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইন নির্মাণকাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তিন মাসের মধ্যে ট্রেন চলাচল চালুর কথা থাকলেও তা প্রায় আট মাসে গড়ায়। প্রতিদিন এই রুটে আট জোড়া ট্রেন আসা-যাওয়া করত। এতে ভোগান্তিতে পড়ে হাজার হাজার ট্রেনের যাত্রী। তাঁদের অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে যাতায়াত করতে হয়।
ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীদের একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিদিন ট্রেনে স্কুল-কলেজ, অফিস-আদালতগামী হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। কম ভাড়া, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে ট্রেনে যাতায়াত সুবিধাজনক হওয়ায় যাত্রীদের প্রথম পছন্দ ট্রেন।
অপর যাত্রী আরাফাত আলম প্রথম আলোকে বলেন, ‘বাসে যাত্রীপ্রতি ভাড়া ৫৫ টাকা। আবার আমাদের যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হতো। কিন্তু ট্রেনে ২০ টাকায় আমরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে পারছি। এতে আমরা আনন্দিত।’
তবে ট্রেনের ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাঁদের মতে, ট্রেনে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বেশি চলাচল করেন। তাই ট্রেনের ভাড়া আগের ১৫ টাকা করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্প পরিচালক মো. সেলিম রউফ প্রথম আলোকে বলেন, পুরাতন মিটার গেজ লাইনে ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল শুরু হয়েছে। মিটার গেজের পাশ দিয়ে ডুয়েল গেজ লাইন তৈরির কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ আগামী বছরের জুনে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে তিন মাসের কথা বলে আট মাস ট্রেন চলাচল বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক। প্রথম আলোকে তিনি বলেন, ‘তিন মাসের কথা বলে আট মাস বন্ধ রাখার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। আবার বগি আটটি থেকে কমিয়ে ছয়টি করা হয়েছে। এতে আমরা খুশি না।’ তিনি প্রতিদিন ১২ জোড়া ট্রেন চালু করার দাবি জানান।