কাহালুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

আজ সকালে কাহালু উপজেলার দরগাহাটসংলগ্ন কালিয়ার পুকুর এলাকায় এ দুর্ঘটনায় কারটি দুমড়েমুচড়ে গেছে
ছবি: প্রথম আলো

বগুড়ার কাহালু উপজেলায় কার ও ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই কারের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। আজ শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার দরগাহাটসংলগ্ন কালিয়ার পুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন কারের চালক নওগাঁর পত্নীতলা উপজেলার গুচ্ছ গ্রামের বাসিন্দা সুমন (৩০), কারের যাত্রী নওগাঁর ধামুইরহাট উপজেলার জগদল গ্রামের তানছের আলী (৭৫), তাঁর ছেলে টগর (৪৫) ও একই উপজেলার শিবরামপুর গ্রামের আবদুর রহমান (৩৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত তানছের আলী ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর চিকিৎসার জন্য স্বজনেরা ভাড়া করা কারে নওগাঁর ধামুইরহাট থেকে বগুড়ায় চিকিৎসক দেখাতে আসছিলেন। অন্যদিকে বগুড়া থেকে একটি খালি ছোট্ট ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। গাড়ি দুটি বগুড়া-নওগা মহাসড়কে কালিয়ারপুকুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক সুমন, যাত্রী তানছের আলী ও তাঁর ছেলে টগর ঘটনাস্থলেই নিহত হন। কারে থাকা আহত দুই যাত্রী আবদুর রহমান ও শাকিলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবদুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক থানা–পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। নিহত চারজনের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।