রাত আটটার পর দোকান খোলা রাখায় ৯ দোকানিকে জরিমানা

অপরাধ
প্রতীকী ছবি

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় চট্টগ্রামের সাতকানিয়ার ৯ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার এওচিয়ার দেওদীঘি বাজার, মির্জাখীলের বাংলাবাজার ও সাতকানিয়া পৌরসভা সদর এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন সাতকানিয়া থানা-পুলিশের একটি দল ও আনসার দলের সদস্যরা।

ইউএনও ফাতেমা-তুজ-জোহরা বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এওচিয়ার দেওদীঘি বাজারের এক দোকানিকে ১ হাজার, মির্জাখীলের বাংলাবাজারের দুই দোকানিকে ৩ হাজার ও সাতকানিয়া পৌরসভা সদরের ছয় দোকানিকে ১৩ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।