একতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটে একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়
ছবি: প্রথম আলো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। পাবনার ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এসে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করে। প্রায় সাত ঘণ্টা পর আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা ও খুলনা পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে ভোগান্তিতে থেকে কিছুটা মুক্তি পান ট্রেন যাত্রীরা।

আক্কেলপুর রেলস্টেশন মাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি আজ ভোর পাঁচটায় তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত হয়। এ কারণে আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও সান্তাহার রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস এবং খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকে থাকে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে একতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করে সান্তাহার নিয়ে গেছে। এরপর দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন প্রথম আলোকে বলেন, পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একতা একতা এক্সপ্রেস ট্রেনটি আজ শনিবার ভোর পাঁচটায় তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত হয়। এ কারণে এই পথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করেছে। এরপর একতা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারের দিকে চলে গেছে।