টঙ্গীতে বাসচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন লোকজন। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায়
ছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীতে সড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনার পর থেকে সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন পোশাককারখানার শ্রমিকেরা। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কটিতে বিক্ষোভ করছেন লোকজন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে বাড়ি ফিরছিলেন ওই পথচারী নারী। তিনি গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে গাজীপুরগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পথচারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই কয়েক শ মানুষ গাজীপুরা এলাকায় জড়ো হন। বিক্ষুব্ধ হয়ে প্রথমে শ্রমিকেরা ঢাকামুখী সড়ক অবরোধ করেন। পরে ময়মনসিংহমুখী সড়কও বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশেই যানজট দেখা দেয়। কিছু মানুষ ক্ষুব্ধ হয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। রাতে সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লোকজন সড়কটি অবরোধ করে রেখেছেন।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক তাপস কুমার প্রথম আলোকে বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে নিহত পথচারীর নাম–ঠিকানা জানতে পারিনি। মানুষজন এখনো সড়কে অবস্থান করে বিক্ষোভ করছেন। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’