ইলিয়াসের স্ত্রী তাহসীনার গাড়িতে হামলা ‘ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ’

ওসমানীনগর উপজেলায় ছাত্রলীগের হামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে
ছবি: সংগৃহীত

বিএনপির ‘নিখোঁজ’ সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর গাড়িতে হামলার বিষয়টি ‘ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ’ বলে মনে করছেন বিএনপি নেতারা। গতকাল মঙ্গলবার রাতে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করা হয়েছে।

গতকাল রাত ১১টার দিকে সিলেট বিএনপির চার শীর্ষ নেতার বরাত দিয়ে গণমাধ্যমকর্মীদের ওই বিবৃতি পাঠানো হয়। ওই চার নেতা হলেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকি ও সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী। বিবৃতিতে তাঁরা তাহসীনার গাড়িতে ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের’ হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, পুরো সিলেটে যখন আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশ নিয়ে প্রচার-প্রচারণা চলছে, সিলেটবাসী যখন সমাবেশে একাত্মতা পোষণ করেছে; তখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর গাড়িতে হামলার ঘটনা আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। বিবৃতিতে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের সিলেট বিভাগীয় গণসমাবেশে উপস্থিত হয়ে সব ধরনের নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়। হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ছাড়া বিবৃতিতে বিয়ানীবাজার উপজেলায় বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের লোকজনের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হামলার পাশাপাশি সম্প্রতি সিলেটের বিয়ানীবাজার, কানাইঘাট ও ওসমানীনগর উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে প্রতিবাদ জানিয়ে দ্রুত তাঁদের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির নেতারা।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে লিফলেট বিতরণ করছিলেন তাহসীনা রুশদী। এ সময় তাহসীনা রুশদীর গাড়িতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। অন্যদিকে একই দিন বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিএনপির প্রচার মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগামী শনিবার সিলেট নগরের চৌহাট্টা এলাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।