দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার
রাজশাহী সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি রাজশাহী সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করে বিশেষ কয়েকটি খাতে নগরবাসীর কর মওকুফ করার অঙ্গীকার করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার পড়ে শোনান মেয়র প্রার্থী মুরশিদ আলম। ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য আশরাফ আলী আকন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগরের সভাপতি মো. তারিফ উদ্দিন, রাজশাহী জেলার সহসভাপতি মো. ফয়সাল হোসেন প্রমুখ।
ইশতেহারে মেয়র প্রার্থী মুরশিদ আলম উল্লেখ করেছেন, নির্বাচিত হলে তিনি রাজশাহী সিটি করপোরেশকে ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসকে জাগ্রত করার মাধ্যমে দুর্নীতিমুক্ত করবেন। তিনি মানবিক কারণে পায়েচালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করবেন। এ ছাড়া অন্যান্য ব্যাটারি বা জ্বালানি তেলে চালিত পরিবহনের লাইসেন্স ফি অর্ধেক করবেন। এ ছাড়া বাসাভাড়া, ওয়াসার পানির বিল ৩০ শতাংশ পর্যন্ত কমাবেন। সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন উন্নয়নকারী সংস্থা আরডিএ, ওয়াসাসহ সবার সঙ্গে পরামর্শ করে পরিকল্পিত নগর গড়ে তুলবেন।
স্বচ্ছতা ও জবাবদিহির কথা উল্লেখ করে মেয়র প্রার্থী মুরশিদ আলম ইশতেহারে বলেন, সিটি করপোরেশনে প্রতিটি কাজ কখন, কীভাবে, কার মাধ্যমে করা হচ্ছে, তা সব নাগরিক জানবে। নাগরিকসহ সবার জন্য নগর ভবন উন্মুক্ত থাকবে।
নারীদের জন্য নারীবান্ধব গণপরিবহন চালু করা হবে জানিয়ে মুরশিদ আলম বলেন, নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় রাজশাহীতে নারীদের জন্য বিশেষ পরিবহন সার্ভিসের ব্যবস্থা করা হবে। এতে করে নারীদের গণপরিবহনে হয়রানি বন্ধ হবে। এ ছাড়া নারীদের কর্মসংস্থান করা হবে এবং উদ্যোক্তা হওয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি করা হবে।
শব্দদূষণ রোধ ও মশকনিধক করবেন জানিয়ে মুরশিদ আলম বলেন, ২০০৬ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার আলোকে রাজশাহী শহরে শব্দদূষণ রোধ করবেন। এ জন্য তিনি যানবাহনে হাইড্রোলিক হর্ন সম্পূর্ণ নিষিদ্ধ করবেন। এ জন্য একটি শব্দদূষণ নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করবেন। মশকনিধনে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ জন্য প্রতিদিনই মহল্লাভিত্তিক পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
রাজশাহী শহরটি পদ্মা নদীকে ঘিরে গড়ে উঠেছে জানিয়ে এই নদীর রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেবেন বলেও জানান এই মেয়র প্রার্থী। তিনি বলেন, পদ্মা নদীকে বাঁচিয়ে রাখতে কঠিন বর্জ্য পদার্থ পানিতে মিশতে দেওয়ার পথ বন্ধ করা হবে। মানব বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়ন করা হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও উষ্ণায়ন থেকে রাজশাহী শহরকে রক্ষায় আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতিতে পরিকল্পনা গ্রহণ করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথাও প্রতিশ্রুতিতে তিনি উল্লেখ করেছেন।
এ ছাড়া প্রার্থী ইশতেহারে শিল্পায়ন ও কর্মসংস্থান, হকার ও ছিন্নমূল শিশুদের পুনর্বাসন, নগর স্বাস্থ্য, শিক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্ত করা, পানির সমস্যা সমাধান, খাদ্যে ভেজাল দূরীকরণের বিষয়ে পদক্ষেপ নেবেন।
ইশতেহারে মুরশিদ আলম ২৯ দফায় ১২৫টির মতো প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। তিনি নির্বাচিত হলে এগুলোর বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। নির্বাচিত হলে এগুলো বাস্তবায়ন কীভাবে সম্ভব হবে, এমন প্রশ্নের জবাবে মুরশিদ আলম বলেন, দুর্নীতিমুক্ত করা গেলে সবকিছুই সম্ভব।
২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আওয়ামী লীগ প্রার্থী এখন পর্যন্ত ইশতেহার ঘোষণা করলেন। এখন পর্যন্ত ইশতেহার ঘোষণা করেননি জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার।