বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বরিশালে সোনারগাঁও টেক্সটাইল মিলে ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। শনিবার দুপুরে নগরের রূপাতলী এলাকায়
ছবি: প্রথম আলো

ঈদের আগে বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক-কর্মচারীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকালে শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ না দিয়ে নগরের রূপাতলী এলাকায় মিলটির প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা বেতন-বোনাস না পেলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেন।

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, আজ সকাল ৯টায় তাঁরা দিনের পালার দুই শতাধিক শ্রমিক কারখানায় এসে কাজে যোগ দেননি। পরে সেখানে বিক্ষোভ-সমাবেশে অংশ নেন।

এ সময় সমাবেশে বক্তব্য দেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মো. ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন প্রমুখ।

ঈদের আগে বোনাস ও বকেয়া বেতন না পাওয়ায় সোনারগাঁও টেক্সটাইল মিলের প্রায় ৪০০ শ্রমিকের পরিবারের ঈদ উৎসব অনিশ্চিত হয়ে পড়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ঈদ এসে গেছে। অথচ এখন পর্যন্ত মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করেনি। ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস দেওয়ার কথা থাকলেও ২৬ রমজানে এসেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন দিচ্ছে না। ঈদের আগে পাওনা অর্থ না দেওয়া শ্রমিকদের সঙ্গে অমানবিক অন্যায় আচরণ বলেও মন্তব্য করেন তাঁরা। এখানে চাকরিরত প্রায় ৪০০ শ্রমিকের পরিবারের ঈদ উৎসব অনিশ্চিত হয়ে পড়েছে।

সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ২০ রমজানে যেখানে মালিকপক্ষ বেতন-বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে তার ছয় দিন পরও সেটা পরিশোধ না করাটা অমানবিক ও নিন্দনীয়। এ জন্য শ্রমিকেরা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছিলেন। দুপুরে মালিকপক্ষের আশ্বাসে কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করা না হলে পুনরায় কর্মবিরতিতে যাবেন শ্রমিকেরা।