সংসদ সদস্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সংসদ সদস্য তাঁর দেওয়া ডিও লেটারে ওই ব্যক্তিকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উল্লেখ করেছেন।

টাঙ্গাইল জেলার মানচিত্র

এক স্বজনকে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পাইয়ে দিতে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেছেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিযোগ, সংসদ সদস্য তাঁর দেওয়া ডিও লেটারে ওই ব্যক্তিকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উল্লেখ করেন। অথচ তিনি কোনো দিন দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

সংসদ সদস্যের ওই স্বজনের নাম ইউসুফ আলী ভূঁইয়া। তিনি বড়চওনা ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। গত শুক্রবার রাতে ঢাকায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, সদ্য ঘোষিত তফসিল মোতাবেক সখীপুরের চারটি ইউনিয়ন পরিষদে আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৪টি ইউনিয়নে ২৬ জন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান মুঠোফোনে বলেন, উপজেলা আওয়ামী লীগের টানা তিনবারের সহসভাপতি আজহারুল ইসলাম ৪২ বছর ধরে রাজনীতি করছেন। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বড়চওনা ইউপির চেয়ারম্যান পদে তাঁর নাম সুপারিশ করা হয়েছিল। কিন্তু সংসদ সদস্য গোপনে আজহারুল ইসলামের নাম কেটে তাঁর ‘বেয়াই’ (ভাতিজির শ্বশুর) ইউসুফ আলীর নাম দেন। সংসদ সদস্যের দেওয়া ডিও লেটারটি গত শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সংসদ সদস্য এই কাজটি সঠিক করেননি।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম বলেন, সংসদ সদস্য তাঁর স্বজনকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বানিয়ে ডিও লেটার দিয়েছেন, যা দলের নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণার শামিল।

দলীয় মনোনয়ন পাওয়া ইউসুফ আলী ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগ করেন। তবে কোথাও তাঁর পদ ছিল না। সংসদ সদস্য বলেছেন, তাঁকে (ইউসুফকে) উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বানিয়েছেন। এখানে তাঁর তো কোনো দোষ নেই।

জোয়াহেরুল ইসলাম মুঠোফোনে গতকাল বিকেলে বলেন, ইউসুফ আলী ভূঁইয়াকে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বানাবেন। ডিও লেটারে ভুল করে তাঁকে ‘উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা’ হিসেবে সুপারিশ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার বলেন, মনোনয়ন পাওয়া ইউসুফ আলী ভূঁইয়া কোনো সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন না। তিনি তো কখনো আওয়ামী লীগই করেননি। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হবেন কীভাবে? সংসদ সদস্য জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

প্রতিবাদ সমাবেশ

মিথ্যা তথ্য দিয়ে সংসদ সদস্যের ডিও লেটার দেওয়ার প্রতিবাদে শনিবার বিকেলে উপজেলার কুতুবপুর রওশন আলী উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার মণ্ডল।

সমাবেশে বক্তারা সংসদ সদস্যের স্বজনের মনোনয়ন বাতিল করে আজহারুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। সমাবেশে পদধারী কয়েকজন আওয়ামী লীগ নেতা উপস্থিত থাকলেও তাঁরা বক্তব্য দেননি। তাঁরা হলেন বড়চওনা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আমিনুল ইসলাম; যুগ্ম আহ্বায়ক শাহ আলম; সদস্য হাবিবুল্লাহ, আলামিন ও মনিরুজ্জামান।