কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আহত

নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মালতি হাজং (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রাসেল মিয়া (২২) গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাঠসংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালতি হাজং গোবিন্দপুর গ্রামের হিরেন্দ্র হাজংয়ের স্ত্রী। আর মোটরসাইকেলের চালক রাসেল মিয়া বামনগাঁও গ্রামের মো. সুজন মিয়ার ছেলে। রাসেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে মালতি হাজং গোবিন্দপুর বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় উল্টো দিক থেকে রাসেল মিয়া মোটরসাইকেল চালিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মালতিকে ধাক্কা দেন। এতে মালতি ও রাসেল—উভয়েই সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম রানা মালতি হাজংকে মৃত ঘোষণা করেন। আর রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।