চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১০

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন পথচারী ও একটি মোটরসাইকেলের আরোহী নিহত হন। দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের আলমগীর হোসেন (৩৮), হাড়িখোলা বেদেপল্লির বাহরাম মিয়া (৬০) ও দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আবুল কালাম (৪০)। তাঁদের মধ্যে আলমগীর ও বাহরাম পথচারী ছিলেন এবং আবুল কালাম মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস হাড়িখোলা মাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহীসহ বাসের যাত্রীরা। হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহী আবুল কালামের মৃত্যু হয়। আহত বাসের যাত্রীরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) নাজমূল হুদা বলেন, ‘নিহত আলমগীর হোসেনের মরদেহ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদেপল্লির পাশে হওয়ায় বাহরাম মিয়ার মরদেহ তাঁর স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। হাসপাতাল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’