সরাইলের ১৩ মামলার আসামি ভৈরব থেকে গ্রেপ্তার

গতকাল রোববার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশ বোরহান মিয়াকে গ্রেপ্তার করে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১৩ মামলার পলাতক এক আসামি বোরহান মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বোরহান মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী দেওবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনু মিয়ার ছেলে। তবে বোরহান মিয়া বেশির ভাগ সময় এলাকায় থাকেন না। কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে তিনি বসবাস করতেন।

পানিশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দ্বীন ইসলাম প্রথম আলোকে বলেন, বোরহান কখনোই ঘরে থাকেন না। মাঝি সেজে নৌকায় হাওরে হাওরে ঘুরে বেড়ান আর মেঘনা নদীতে ডাকাতি করেন। পুলিশ অবশেষে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বোরহান মিয়া নৌডাকাত দলের নেতা। তাঁর বিরুদ্ধে সরাইল ও আশুগঞ্জ থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বোরহানের দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।