ফেনীতে ট্রাকচাপায় শিশু রাইসা নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

ফেনীতে ট্রাক চাপায় শিশু রাইসা নিহতের মামলায় গ্রেপ্তার ট্রাক চালক মো. নাসিরছবি: সংগৃহীত

ফেনীতে মায়ের সামনে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু জান্নাতুল মাওয়া রাইসা (৬) হত্যা মামলার পলাতক আসামি ট্রাকচালক মো. নাসিরকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর কাজিরবাগ এলাকা থেকে ওই ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। তিনি ফেনী পৌরসভার উত্তর বিরিঞ্চি এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে।

১২ মে শিশু রাইসা ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজিরদিঘি এলাকায় রাস্তা পারাপারের ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহত রাইসার চাচা মো. আজহার উল্যাহ হাজারী বাদী হয়ে ফেনী মডেল থানায় ওই ট্রাকের অজ্ঞাতনামা চালককে আসামি করে একটি মামলা করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম ওই মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী ও ছায়াতদন্ত অব্যাহত রাখে এবং জানতে পারে, মামালার প্রধান আসামি ট্রাকচালক মো. নাসির ফেনীর কাজিরবাগ এলাকায় আত্মগোপন করে আছে। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল রাতে অভিযান চালিয়ে আসামি মো. নাসিরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসাামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজিরদিঘি নামে স্থানে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মো. নাসির। রাস্তা পারাপারের সময় শিশু রাইসাকে তিনি চাপা দেন বলে স্বীকার করছের। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন বলেও জানান। গ্রেপ্তার আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, শিশুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাকটি শনাক্ত শেষে ওই দিন সন্ধ্যায় জব্ধ করে থানায় রাখা হয়েছে।