২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সাতক্ষীরায় নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় এক নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় আকাশ হোসেন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার নগরঘাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ হোসেন তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক।

মামলার এজাহারের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, ওই নৃত্যশিল্পী সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়াবাসায় বসবাস করেন।

কিছুদিন আগে তালা উপজেলার নগরঘাটা এলাকার আকাশ হোসেনের সঙ্গে ওই নৃত্যশিল্পীর পরিচয় হয়। নৃত্যানুষ্ঠান আয়োজনের কথা বলে ৯ জুলাই ডেকে নিয়ে তালার পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার একটি পাটখেতে ওই নারীকে ধর্ষণ করেন আকাশ হোসেন ও তাঁর দুই সহযোগী। ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন তাঁরা।

এ ঘটনায় বুধবার রাতে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাটকেলঘাটা থানায় মামলা করেন। সেই মামলায় আকাশ হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।