মাদকাসক্ত ছেলের সঙ্গে ধস্তাধস্তিতে বাবার মৃত্যু

মরদেহ
প্রতীকী ছবি

মাদকাসক্ত ছেলে বাপ্পি হোসেন টাকা চেয়েছিলেন বাবার কাছে। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন বাবা। পরে তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকায়।

নিহত মোয়াজ্জেম হোসেন (৬০) উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার রশিদ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, টান কালিয়াকৈর এলাকার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন আজ সকালে বাাড়ির পাশে ফসলি জমিতে কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার ছেলে বাপ্পি হোসেন সেখানে বাবার কাছে গিয়ে ৫০০ টাকা দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে মাদকাসক্ত থাকায় মোয়াজ্জেম হোসেন তাঁকে টাকা দিতে অস্বীকৃতি জানান। টাকা নিয়ে বাবা–ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে মোয়াজ্জেম হোসেন মাটিতে লুটে পড়েন। পরে স্বজন ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ছেলে বাপ্পি হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘নিহত ব্যক্তি আগে দুবার স্ট্রোক করেছিলেন বলে জানতে পেরেছি। এবার তিনি স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’