বগুড়ায় কচুখেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি কচুখেত থেকে ফাহিম ফয়সাল (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১০ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সাজাপুর বানারশি গ্রামের একটি কচুখেতে তাঁর লাশ পাওয়া যায়। স্বজনদের দাবি, ফাহিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
স্কুলছাত্র ফাহিম সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে এবং বগুড়া সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে সে নিখোঁজ ছিল।
ফাহিমের দাদা আবদুস সাত্তার বলেন, গতকাল রাত ১২টা পর্যন্ত ফাহিম বাড়ির উঠানে মুঠোফোনে কথা বলছিল। ফোনে কথা বলার পর রাত ১২টার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। ফোন বন্ধ ছিল। সকাল ১০টার দিকে গ্রামের একটি কচুখেতে তার লাশ পাওয়া যায়। পূর্বপরিকল্পিতভাবে তাকে ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ফাহিমের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।