ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো মো. মিনহাজ মিয়া (৯) ও তার ছোট ভাই মো. মিনাল মিয়া (৭)। তারা ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের জারুলতলা গ্রামের আজহার আলী ও চায়না আক্তার দম্পতির সন্তান। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে ওই দম্পতি তাঁদের দুই ছেলেকে নিয়ে সেখানে বেড়াতে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নানাবাড়ির কাছে অন্য শিশুদের সঙ্গে মিনহাজ ও মিনাল যমুনা নদীর একটি শাখা খালে মাছ ধরতে যায়। তারা সাঁতার জানত না। সবার সঙ্গে মাছ ধরার কোনো এক সময় দুই ভাই পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর একে একে দুজনের লাশ উদ্ধার করা হয়।

সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম বলেন, এক দিনের ব্যবধানে ওই পরিবারের ঈদের আনন্দ হয়ে গেল বিষাদ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার বলেন, তিনি পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছেন। ঘটনাস্থল দুর্গম যমুনার চর। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর এই বিষয়ে আরও বিস্তারিত জানানো যাবে।