ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি হাসপাতালকে জরিমানা ১ লাখ ১০ হাজার
ব্রাহ্মণবাড়িয়ায় বৈধ কাগজপত্র না থাকায় একটি বেসরকারি হাসপাতাল সিলগালা এবং অব্যবস্থাপনার দায়ে তিনটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস। এ সময় একটি হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে তিন দিনে জেলায় চারটি হাসপাতাল সিলগালা ও পাঁচটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হলো।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুমোদনের বৈধ কাগজপত্র না থাকায় জেলা শহরের বোর্ডিং মাঠ এলাকায় অবস্থিত দি ইবনে সিনা শিশু ও জেনারেল হাসপাতাল সিলগালা করা হয়েছে। অব্যবস্থাপনার দায়ে জেলা শহরের কুমারশীল মোড়ের গ্রিন ভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, পুরাতন জেল রোডের রয়েল হসপিটালকে ৫০ হাজার ও প্যাশেন্ট কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা (রোগনিয়ন্ত্রক) সাখাওয়াত তানভীর, চিকিৎসা কর্মকর্তা (হাসপাতাল ও ক্লিনিক) আশরাফুল রহমান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালে অব্যবস্থাপনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অপরিষ্কার থাকায় হাসপাতালগুলোকে জরিমানা করা হয়েছে।
গত বুধবার অব্যবস্থাপনার দায়ে জেলা শহরের নবজাতক শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা এবং বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে অনুমোদন না থাকায় নবজাতক হাসপাতালের এনআইসিইউ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার অভিযান চালিয়ে অনুমোদন না থাকায় পৌর এলাকার খৈয়াসারের লিবার্টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও কুমারশীল মোড়ের আলিফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।