জয়পুরহাটে একটি বাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
গতকাল সোমবার বিকেলে জয়পুহাটের আক্কেলপুর পৌরশহরের কলেজ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আক্কেলপুর পৌরশহরের মৃধাপাড়া মহল্লার বাসিন্দা ও আক্কেলপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রায়হানুল হক মৃধা (৪২), কেশবপুর গ্রামের জুয়েল হোসেন (৩৭) ও একই গ্রামের ফিরোজ হোসেন (৩৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রতারক চক্রটি ২০১৪ সাল থেকে চাকরি দেওয়া কথা বলে এবং ভুয়া নিয়োগপত্র দেওয়ার মাধ্যমে চাকরিপ্রার্থী তরুণদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রধান আসামি রায়হানুল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হলেও তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। রায়হানুল চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করতেন যে ঢাকা সেনানিবাসের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক আছে। অন্য আসামি মো. জুয়েল ও ফিরোজ প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করে রায়হানুলকে দিতেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান বলেন, ওই চক্রের মাধ্যমে প্রতারণার শিকার এক ব্যক্তি সম্প্রতি জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে র্যাব-৫–এর একটি অভিযানিক দল একাধিক জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ চক্রের তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে।