চুয়াডাঙ্গায় অবৈধ ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু, দুই ঘণ্টা রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গা সদরের আমিরপুরে মঙ্গলবার বিকেলে অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক তরুণ নিহত হন। বিক্ষুব্ধ এলাকাবাসী সেখানে স্থায়ী রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেনছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোটরসাইকেল চালিয়ে অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জীবন আলী (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার মোমিনপুর ইউনিয়নের আামিরপুরে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।

নিহত জীবন আলী আমিরপুর গ্রামের আরমান মণ্ডলের ছেলে। দুর্ঘটনার সময় ট্রেনের ইঞ্জিনে জড়িয়ে জীবন আলীর লাশ ঘটনাস্থল থেকে অন্তত ১০০ মিটার দূরে এবং মোটরসাইকেলটি এক কিলোমিটার দূরে টেংরামারী গ্রাম পর্যন্ত টেনে নিয়ে যায়। সেখানে ট্রেন থামিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এদিকে আমিরপুরে রেল ক্রসিংয়ে স্থায়ীভাবে রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবিতে রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থামিয়ে প্রায় দুই ঘণ্টা রেলপথ অবরোধ করেন এলাকাবাসী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর দাবি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ বিকেলে আমিরপুর গ্রামের জীবন আলী মোটরসাইকেল নিয়ে রেলক্রসিংয়ে আসেন। চুয়াডাঙ্গা থেকে একটি ট্রেন আলমডাঙ্গা অভিমুখে চলে যাওয়ার পরপরই তিনি ডানে-বাঁয়ে না তাকিয়েই মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হতে যান। তখন চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় জীবন আলী ঘটনাস্থলেই নিহত হন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি টেনে প্রায় এক কিলোমিটার দূরে টেংরামারী গ্রাম পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু প্রথম আলোকে বলেন, নিহত জীবন আলীর চাচাতো ভাই শাহীনুর রহমানের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।