মাছের খামারে পড়ে ছিল এক বৃদ্ধের গলাকাটা লাশ

লাশ
প্রতীকী ছবি

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের আনোয়ার হোসেনের মাছের খামার থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল পাঁচটায় ওই লাশ উদ্ধার করা হয়। মাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার এক দিন পর তাঁর লাশ পাওয়া গেল খামারে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মোখলেছুর রহমান (৬৫)। তিনি দেবীদ্বারের ধামতী গ্রামের সামসুল হকের ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোখলেসুর রহমান গতকাল শনিবার বিকেলে ধামতী সুয়া মিয়া মাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। আজ বিকেলে কণ্ঠনালি কাটা ও রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আনোয়ারের মত্স্য প্রকল্পের একটি পুকুরের পাড়ে মৃত অবস্থায় তাঁর লাশ দেখতে পান এলাকার লোকজন। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে দেবীদ্বার থানার উপপরিদর্শক মাহববুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

মোখলেছুরের ছেলে মনির হোসেন জানান, ‘আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার সুয়া মিয়ার মাজারে যাওয়ার কথা বলে রাতে আর ঘরে ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর দেখা পাওয়া যায়নি। আজ বিকেলে তাঁর মরদেহ একটি মাছের খামারে পাওয়া যায়। বাবার কোনো শত্রু নেই। এর আগে এক মাস ধরে কয়েকবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।’

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, ‘নিহত ব্যক্তির মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। লাশের পাশে একটি বিষের বোতল ও একটি ব্লেড পাওয়া গেছে। তাঁর কণ্ঠনালি কাটা ছিল। ধারণা করা হচ্ছে, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন এবং ব্লেড দিয়ে নিজের কণ্ঠনালি নিজেই কেটেছেন। পরিবারের লোকজনেরও ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। মোখলেছুরের মরদেহ ময়নাতদন্তের পরই নিশ্চিত হতে পারব, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’