সার মজুতের দায়ে আ.লীগ নেতাকে ৩০ হাজার টাকা জরিমানা

ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মকলেছুর রহমান
ছবি: প্রথম আলো

অবৈধভাবে সার মজুতের দায়ে নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেতা মকলেছুর রহমানকে (৫৫) ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার শালমারা গ্রামে ওই ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।

মকলেছুর রহমান শালমারা গ্রামের মৃত খোরশেদ আকন্দের ছেলে এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত বছর ২২ আগস্ট ধানের জমিতে গরু ঢোকার অভিযোগে ১১টি গরুসহ গরুর মালিককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর কারণে দেশব্যাপী আলোচিত হন তিনি।

উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলার শালমারা গ্রামে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর। এ সময় মকলেছুর রহমানের বাড়িতে ৩৬৮ বস্তা সার অবৈধভাবে মজুত অবস্থায় পায় উপজেলা প্রশাসন। লাইসেন্স না থাকা ও অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী মকলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে কৃষি কর্মকর্তার তদারকিতে কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে ওই সার বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, কোনো অবৈধ মজুতদার যাতে সারের কৃত্রিম সংকট তৈরি না করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা, সিংড়া থানার উপপরিদর্শক মো. নুরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।