গাজীপুরে হাসপাতালের ১২ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ১২ তলার নামাজের কক্ষের এই ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে
ছবি: প্রথম আলো

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ১২ তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসা নিতে এসে হাসপাতালের ১২ তলার নামাজের কক্ষের দেয়ালের পাশের ফাঁকা স্থান দিয়ে তিনি নিচে পড়ে যান। পরে দশমতলা থেকে ওই রোগীকে উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়।

নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৭০)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। তিনি ওই হাসপাতালের ১২ তলার মেডিসিন বিভাগের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান রুবিনা ইয়াসমিন। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টায় জিল্লুর রহমান ১২ তলার বারান্দায় নামাজ পড়ার স্থানে পায়চারি করছিলেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে তিনি সেখানে মাথা ঘুরে কক্ষের দেয়ালের পাশে ফাঁকা স্থান দিয়ে ১০ তলায় পড়ে যান এবং গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরেক রোগী আসলাম হোসেন জানান, নামাজের ঘরে দেয়ালের পাশে থাকা লম্বালম্বি দেড় থেকে দুই ফুট প্রস্থের ফাঁকা স্থানটি নেট দিয়ে আটকানো থাকলে দুর্ঘটনাটি ঘটত না। এ ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও তারা ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিউল করিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য ওই মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।