বালুবোঝাই ট্রাক তল্লাশি করে পাওয়া গেল কোটি টাকার চোরাচালানের পণ্য
ট্রাকভর্তি ছিল বালু। সেই বালু সরিয়ে পাওয়া গেল ১ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য। আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি দল আজ সকাল সাড়ে সাতটার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে (ঢাকা-সিলেট মহাসড়কে) এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে আসা একটি বালুভর্তি ট্রাককে থামানোর সংকেত দিলে চালক দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করে ২০০ গজ দূরে চলে যান এবং মহাসড়কে ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যান। পরে বিজিবি ট্রাকটির বালুতে তল্লাশি করে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, জিলেট ব্লেড, চশমাসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করে। বিজিবি জানায়, উদ্ধার করা চোরাচালানের এসব পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।
অপর দিকে, একই দিন হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের জেলার গুটিবাড়ী, বাল্লা ও মনতলা বিওপির সদস্যরা পৃথক তিনটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এ কাজের অংশ হিসেবে আজ সকালে অভিযান চালানো হয় ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে। এ সময় একটি বালুবোঝাই ট্রাকে করে অভিনব কায়দায় ভারতীয় পণ্য পরিবহনকালে আটক করা হয় ট্রাকটি। পরে তা তল্লাশি করে মেলে ১ কোটি ৩২ লাখ টাকা সমমূল্যের ভারতীয় পণ্য। এই চোরাচালানের সঙ্গে যুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকচালকও পালিয়ে যান। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।