দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর, আরেক হত্যা মামলায় রিমান্ড শুনানি রোববার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সম্প্রতি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা হত্যাসহ দুটি মামলায় কারাবন্দী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এদিকে একটি হত্যা মামলায় আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলীর আদালতে রিকশাচালক তুহিন হত্যা এবং হকার নাদিম হত্যাচেষ্টা মামলার জামিন আবেদনের শুনানি হয়। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় রিমান্ড আবেদনের ওপর শুনানি হয় জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালতে। বিচারক আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান। প্রথম আলোকে তিনি জানান, মিনারুল হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। আদালত আগামী ২৫ মে ভার্চ্যুয়ালি রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি সিদ্দিক, মাহবুবুর রহমান, আওলাদ হোসেন, জাহিদুল হক, জিয়াউল ইসলাম, প্রদীপ ঘোষ, বিলকিস বেগম, জসিম উদ্দিন, রুহুল আমিন, আবু ইশতিয়াক। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ।

আইভীর মামলার আইনজীবী আওলাদ হোসেন প্রথম আলোকে জানান, পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় নিম্ন আদালতের জামিন বাতিলের আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে শুনানির আবেদন জানানো হয়েছে। এর শুনানি হবে ২৭ মে। এই মামলায় রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদনের বিষয়টি উত্থাপন করলে বিচারক ২৫ মে শুনানির দিন ধার্য করেন।

আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম ছাড়া তাঁর কোনো সম্পৃক্ততা নেই, ভূমিকা নেই। ভিকটিমদের যে গুলি করেছে সেই আসামি সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি।’

প্রসঙ্গত, ৯ মে ভোরে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে সিদ্ধিরগঞ্জ থানায় করা পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর থেকে আইভী কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। পরে তাঁকে রিকশাচালক তুহিন হত্যা এবং জুতা কারখানা শ্রমিক সজল হত্যা মামলায় এবং হকার নাদিম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।