‘বাংলা ব্লকেডে’র দ্বিতীয় দিনে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরাছবি: প্রথম আলো

সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সোমবার ষষ্ঠ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন। সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা ‘বাংলা ব্লকেডের’ দ্বিতীয় দিনে তাঁরা ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেন এবং এরপর বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এতে এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘুরে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের দুই পাশে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যান আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশের কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আজ এক দফা দাবিতে ঐক্যবদ্ধ। দাবিটি হলো, সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতি সংস্কার করতে হবে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ৫৬ শতাংশ কোটা কোনো দেশের স্বাভাবিক অবস্থা হতে পারে না। মেধাবীরা পরিশ্রম করে চাকরি পাবেন, কোটায় নয়। কোটাপ্রথা কখনোই জাতির কল্যাণ বয়ে আনবে না। এটা দেশের মেধাবীদের সঙ্গে একধরনের উপহাস। তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সংগত এই দাবি আদায়ের আন্দোলনকে সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতি মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যাবেন। ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন সফল করতে গতকাল রোববার দুপুরে ২৩ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না বলেও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।