নারায়ণগঞ্জে মিছিলের চেষ্টাকালে মহানগর বিএনপির সদস্যসচিবকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু ইউসুফ ওরফে টিপুকে বুধবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ
ছবি: প্রথম আলো

বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন আজ বুধবার সকালে নারায়ণগঞ্জে মিছিল বের করার চেষ্টাকালে মহানগর বিএনপির সদস্যসচিব আবু ইউসুফ ওরফে টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাঁকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে মিছিল বের করার জন্য মহানগর বিএনপির সদস্যসচিব আবু ইউসুফসহ নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় সদর মডেল থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সেখানে থাকা অন্য নেতা-কর্মীরা পালিয়ে যান।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্যসচিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার বেশ কয়েকটি মামলা আছে।