ফেরি থেকে নামতে গিয়ে পদ্মায় ভেসে গেল কাভার্ড ভ্যান, বেঁচে ফিরলেন চালক

ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে ছিটকে কাভার্ড ভ্যানটি পদ্মা নদীতে পড়ে ভেসে যায়। সাঁতরে তীরে ফিরছেন কাভার্ড ভ্যানের চালক। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ঘাটেছবি: এম রাশেদুল হক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৭ নম্বর ঘাটে এনায়েতপুরী নামে ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে ছিটকে একটি কাভার্ড ভ্যান পদ্মা নদীতে পড়ে ভেসে যায়। কাভার্ড ভ্যানটি প্রায় ৩০ মিটার দূরে ভেসে যাওয়ার পর কোনোভাবে জানালা দিয়ে বের হয়ে প্রাণে বেঁচে সাঁতরে ফিরেছেন চালক। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানের চালককে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। কাভার্ড ভ্যানে থাকা মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকা থেকে ঝিনাইদহ ডিপোয় যাওয়ার পথে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

কাভার্ড ভ্যানটি প্রায় ৩০ মিটার দূরে ভেসে যায়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে
ছবি: প্রথম আলো

বেঁচে ফেরা কাভার্ড ভ্যানের চালকের নাম শাহিন শেখ (৩২)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মহসিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. সাইদ মোল্লা বলেন, রো রো ফেরি এনায়েতপুরী সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে এসে ভেড়ে। সামনে থাকা কয়েকটি ট্রাক ফেরি থেকে নেমে ওপরে উঠে যায়। ওই সময় কাভার্ড ভ্যানটিও ফেরি থেকে নেমে ওপরে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়।

পদ্মায় ভাসতে দেখা যাচ্ছে কাভার্ড ভ্যানটি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে
ছবি: প্রথম আলো

এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা (রো রো) এনায়েতপুরী ফেরি থেকে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানটি ওপরে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পরে চালককে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই সঙ্গে প্রাণ কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় চালক ছাড়া কেউ আহত হননি।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন বলেন, চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চালকের সঙ্গে তাঁর সহকারী ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভেসে যাওয়া কাভার্ড ভ্যানটি স্থানীয় জেলেদের ট্রলার দিয়ে পাড়ে ভেড়ানো হয়েছে। কাভার্ড ভ্যানটি উদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।